প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:27 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:29 AM

বর্তমানের ইসলামপন্থীরা তাদের যাবতীয় প্রতিপক্ষ মনে করে নারীদের

মারুফ মল্লিক

বর্তমানের ইসলামপন্থীরা তাদের যাবতীয় প্রতিপক্ষ মনে করে নারীদের। ইরান আজকে নারীদের গণিত, পদার্থ পড়া বন্ধ করে দেয়, তো তালেবানরা কাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বন্ধ করে দেয়। বিশাল এক তামাশা শুরু করছে তথাকথিত ইসলামপন্থীরা। তাদের এই আচরণ ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়। খোলাফায়ে রাশেদানের আমল পর্যন্ত নারীরা স্বাভাবকিভাবেই জীবন যাপন করতে পারতো। কারণ হযরত মুহাম্মদ (সা.) ও প্রথম চার খলিফা সরাসরি সিদ্ধান্ত দিতেন। এরপর থেকে ফকিহদের ওপর নির্ভরতা বাড়তে থাকলে জটিলতাও সৃষ্টি হতে থাকে।  

এই যে নারীদের ঘরের বাইরে যেতে দেয় না। পুরুষ অভিভাবক ছাড়া শহরের বাইরে যেতে দেয় না। এসবে ইসলামপন্থীদের অক্ষমতাই প্রতিফলিত হয়। ইরান বা আফগানিস্তান নারীদের জোরজবরদস্তি করে হিজাব পড়তে বাধ্য করে। শিক্ষা অর্জনে বাধা দেয়। আমার প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ (সা.) এর সময়কালে বা খোলাফায়ে রাশেদানের আমলেও কি এইভাবে জবরদস্তি করে হিজাব পড়ানো হতো। কারণ ওই সময়ে মদিনা বা ইসলামিক খেলাফতে উল্লেখযোগ্য সংখ্যক অমুসলিম বসবাস করতো। ইতিহাস ও রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে এসব কোনো নজির আমি পাইনি বা শুনিনি। নারীদের ঘরে আটকে রাখার কোনো ইতিহাস আমি অন্তত পড়ি নাই। ফেসবুক থেকে